ব্যবস্থাপনা বিভাগ মূলত ব্যবসা পরিচালনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, বিপণন, অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত শিক্ষাদান করে। কর্পোরেট জগতে দক্ষ ব্যবস্থাপক তৈরি করাই এই বিভাগের প্রধান লক্ষ্য।
মূল বিষয়বস্তু:
✔ ব্যবসা পরিচালনা ও স্ট্র্যাটেজি
✔ মানব সম্পদ ব্যবস্থাপনা
✔ অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ
✔ উদ্যোক্তা উন্নয়ন ও বিপণন
উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জগতের এক ঐতিহ্যশালী, স্বনামখ্যাত, বহুমুখী, বহুমাত্রিক এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। বিশাল এক অহংকার, দারুণ এক উপলব্ধি, বর্ণনাতীত এক অনুভূতি কাজ করে উইল্স শব্দটি ঘিরে। আমাদের রয়েছে গৌরবময় অতীত, সুশৃঙ্খল বর্তমান এবং অনাগত ভবিষ্যতের অমিত সম্ভাবনা। আজকের বর্তমান, একদিন ভবিষ্যত প্রজন্মের কাছে অতীতকাল হয়ে যাবে, তাই আমরা আমাদের সমৃদ্ধ অতীতকে জানতে চাই, জানাতে চাই। আর আজকের সাজানো বর্তমানকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।